Mohammad Ifteakharul Hossain

Rony Iftekhar Forever

শেষ সূর্য্য উদয়

রনি ইফতেখার ২৫/০৮/২০২০

 চোখ খুলে দেখি দাঁড়িয়ে আছি আমার সামনে
আমার পরনে এহরাম নাকি কাফন ঠিক জানিনা,
আমি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি আল­াহ জানেন
তবে আমি স্পষ্ট বুঝতে পারছি।
অদ্ভুত এক অনুভুতি আমাকে আচ্ছন্ন করে ফেলেছে
আমি বুঝতে পারছি চারদিকে কোন শব্দ হচ্ছে
যা শুধু আমাকে উদ্দেশ্য করে বলা –
আমি বুঝতে পারছি এই আনন্দ এবং সুখের
স্পর্শ শুধু আমাকে ছুঁয়ে যাচ্ছে
আমি বুঝতে পারছি আবেগে আমার চোখ ভিজে উঠেছে।
তখনই মনে হলো কেউ যেন আমাকে বলছে এটা অশ্রু বিসর্জন এর নয়
এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কারো পক্ষে সম্ভবনা।

তোমাতে আমাতে

রনি ইফতেখার

মেয়েটির চোখে ছিল মায়া,
ছেলেটির মনে ছিল প্রেম ,
এরপর একদিন ছেলেটির চোখ পড়ে মেয়েটির চোখে।
ততদিনে দেরি হয়ে গেছে-
মেয়েটির চোখের মায়া কেড়ে নিয়েছে
অন্য কারো প্রেম।
ছেলের প্রেম জানিয়েছে
অন্য কারো চোখে মায়া
তারপর বহু চন্দ্রভুক অমাবসা পেরিয়েছে।
একদিন ছেলেটি শূন্য মন নিযয়ে দেখে
মায়া ভরা চোখ নিয়ে কেউ একজন দাঁড়িয়েছে।
কাছেই এগুতেই মেয়েটি বলে ওঠে
কি দেখছ এমন করে?
ছেলেটি বলে,
একজোড়া ময়া ভরা চোখের ভেতর
এক পৃথিবীর নিঃসঙ্গতা
মেয়েটির ঘুরে উল্টো দিকে হাঁটতে থাকে
মায়া ভরা চোখ দেখা যতটা সুখের
মায়া ভরা চোখের কান্না ততটা কষ্টের।

Scroll to Top